বরিশাল: বরিশালে লঞ্চের রশির আঘাতে দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নৌ-বন্দরের টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিএম কলেজছাত্র ও বরগুনা জেলার বেতাগীর ইদ্রীস মিয়ার ছেলে নজরুল ইসলাম এবং পটুয়াখালী জেলার দশমিনার মুসা আহম্মেদ।
বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় নজরুল ও মুসা ঢাকায় যাওয়ার জন্য এমভি ফারহান-৮ লঞ্চের সামনের পন্টনে দাঁড়ায়। এসময় লঞ্চের রশি তাদের ওপর এসে পড়ে। এতে দু’জনই আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, নৌ-শ্রমিকদের ধর্মঘট উপেক্ষা করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে কীর্তনখোলা-২, সুরভী-৮, সুন্দরবন-১০, পারাবাত-১১ এবং ফারহান-৮ লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর