বরিশাল: নিুচাপের প্রভাব কেটে যাওয়ায় বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসছে। নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সঙ্কেত থাকায় রোববার বেলা ১১ টা থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক বলেন- গভীর নিুচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রামের সীতাকুন্ড থেকে তীরে উঠেছে। এটি ক্রমশ বৃষ্টিপাতের মাধ্যমে দুর্বল হয়ে যাবে।’
এজন্য আরো ১ থেকে ২ দিন আবহাওয়া গুমোট থাতে পারে। সমুদ্রে এখন ৪ নম্বর থেকে সংকেত নামিয়ে ৩ নম্বর করা হয়েছে। চাব্বশ ঘন্টায় তারা ৬৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন।’ তিনি আরো বলেন- এটা যেহেতু ঘুর্নিঝড়ে রূপ নেয়নি বলে এর আগাম প্রকাশিত নাম ‘নাডা’ বলা সঠিক নয়।
বরিশাল নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হোসেন মিঠু বরিশালটাইমসকে জানান, বরিশাল নদী বন্দরে ১ নম্বর সতর্ক সঙ্কেত থাকায় বেলা ১১টার পর তিনি সকল নৌযান চলাচলের নির্দেশ দিয়েছেন। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে নিয়মিত।’
নিুচাপের কারণে শনিবার রাতে বরিশাল থেকে ৪টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও ঢাকা থেকে বরিশালে উদ্দেশে লঞ্চ ছাড়েনি। আজকের ঢাকা থেকে লঞ্চ রীতিমত চলবে বলে জানান এই কর্মকর্তা।’
টাইমস স্পেশাল, বরিশালের খবর