বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০১৬
বরিশাল: চুরির অভিযোগে ছোট ভাইকে লোহার শিকলে দীর্ঘ এক মাস বেঁধে রেখে অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে থানায় সোপর্দ করেছে বড় ভাই ও বোন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামে।
ওই গ্রামের মৃত জাহাঙ্গীর তালুকদারের বড় পুত্র আল-আমিন তালুকদার জানান, তার ছোট ভাই আরিফুল (১৫) দীর্ঘদিন থেকে গ্রামের ছিচকে চুরির সাথে জড়িয়ে পরে। অনেক বোঝানোর পরেও সে ওই পথ থেকে ফিরে না আসায় গত এক মাস পূর্বে তার বোন রাবেয়ার সহযোগীতায় আরিফুলকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়। অতিসম্প্রতি তাকে ছেড়ে দেয়ার পর সে পূর্ণরায় চুরির সাথে জড়িয়ে পরে। অবশেষে উপায়অন্তুর না পেয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে ফের শিকল দিয়ে বেঁধে থানায় সোর্পদ করা হয়।
থানার এসআই এনামুল হাসান জানান, আরিফুল চুরি করার সত্যতা স্বীকার করে ভাল হওয়ার জন্য একবার সুযোগ চাওয়ায় মুচলেকা রেখে তাকে (আরিফুল) পরিবারের কাছেই হস্তান্তর করা হয়।