শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে গাইতে পারার জন্য বরিশালে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যদিয়ে এই কর্মসূচির আয়োজন করে।
যা পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
তিনি বলেন- বহু ত্যাগ-তিতীক্ষা ও জীবন দানের মধ্যদিয়ে আমরা ১৯৭১ সালে আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি। জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে গাইতে পেরে এবং বক্ষে ধারণ করলে আমাদে দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ জাগ্রত হবে।
ব্যক্তি জীবনে বিকশতি হতে পারলে জাতীয় জীবনে এর ভূমিকা রাখতে পারবে। তাই পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে প্রধান অতিথি অয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
আরও বক্তব্য রাখেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা শিক্ষার্থীদের শুদ্ধ করে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রশিক্ষণ দেন।”
শিরোনামবরিশালের খবর