১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন বিএম কলেজ উপাধ্যক্ষ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৩১ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর লেখা পদত্যাগ পত্রে তিনি স্বাক্ষর করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ প্রফেসর ড.এস. কাইয়ুম উদ্দিন আহমেদ কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পোষেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চলাকালীন তার রুমে ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়েছে এবং পরে তাদের আন্দোলনে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

মো.সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী জানান, উপাধ্যক্ষ স্যার কলেজে রাজনীতির প্রভাব খাটাতেন। ছাত্র-শিক্ষক সবার সাথে দুর্ব্যবহার করতেন। তিনি রুমে সব সময় রাজনৈতিক (ছাত্রলীগ)নেতাকর্মীদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতেন। ক্ষমতাসীন দলের লোক হওয়াতে আমরা কখনও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারিনি।

জাহাঙ্গীর কবির নামে প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। প্রথমে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানালেও পরে বাধ্য হয়ে পদত্যাগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন বলেন, কলেজের কিছু শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে হট্টগোল শুরু করেন। তারা আমার পদত্যাগ দাবি করে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সম্মানের কথা ভেবে সেই কাগজে স্বাক্ষর করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাকে অন্যত্র বদলির বিষয়ে অনুরোধ করেছি।

128 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন