বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মহিষকাটাখালী নদী থেকে শর্মি (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শর্মি উপজেলার উদয়কাঠী গ্রামের ফোরকান মৃধার ছেলে।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বরিশালটাইমসকে জানান, বুধবার সকাল ১০টার দিকে বাড়ি সংলগ্ন খালে পড়ে নিখোঁজ হয় শর্মি।
দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মহিষকাটাখালী নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর