বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া বাজারে আগুন লেগে দুই দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) দিবাগত রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
রাতে বাবুল স্টোর্স থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী তপন টেইলার্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
তবে স্থানীয়দের দাবি- এটা অগ্নিকাণ্ড নয়, সংঘবদ্ধ চোরচক্র রাতে দোকানপাটে চুরি করতে এসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
লাকুটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বরিশালটাইমসকে জানান- এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বরিশালটাইমসকে জানান- আগুন নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলে রাতভর পুলিশ সদস্যরা ছিল।
শিরোনামবরিশালের খবর