বরিশাল: বরিশালের বাসিন্দা মো. মাহবুব (৩০) নামে এক ব্যক্তি রাজধানীতে খুন হয়েছেন। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশে কর্মরত এই কর্মীকে গুলি করে হত্যার পড়ে ৪৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
রোববার বেলা একটার দিকে রাজধানীর উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় এ নৃশংস খুনের ঘটনা ঘটে।
নিহত মাহবুব বরিশালের আগৈলঝাড়া উপজেলার আবদুল খালেক হাওলাদারের ছেলে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ জানায়- মাহবুব দুপুরে উত্তর বাড্ডার কুমিল্লাপাড়ায় বিকাশের দুই এজেন্টের কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা সংগ্রহ করেন।
পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী তাকে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এতে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে জড়িতদেনর ধরতে অভিযান চলছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর