বরিশালে সরকারি অফিসে জ্বলছে লাইট ও ফ্যান, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অফিসের দরজা জানালা খোলা, ঘুরছে ফ্যান, জ্বলছে দুটি লাইট অথচ কর্মকর্তা-কর্মচারী কেউ নেই অফিস কক্ষে। মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গেলে দেখা যায় এমন চিত্র।
সরকারি সব দফতরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানো, জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের ব্যবস্থা করাসহ নতুন করে আট দফা সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতর বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিলেও এর উল্টো দেখা গেছে এখানে।
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণে অনিয়মের একটি অভিযোগ নিয়ে অফিসে দেখা করতে গেলে সম্পূর্ণ অফিসটিতে কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা না পাওয়া গেলেও লাইট ও ফ্যান চলতে দেখা গেছে।
কিছুক্ষণ পরে পাশের রুম থেকে মৎস্য প্রজেক্ট এ কর্মরত সাদ্দাম কে ডেকে জানাতে চাইলে তিনি জানান, মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন এস এস সি পরীক্ষার হল পরিদর্শনে গেছেন। টেবিলে হয়তো কেউ কাজ করতেছে এই জন্যই লাইট জ্বলছে ও ফ্যান ঘুরছে।
২০২২/২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় খাস, সরকারী ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণে সরকারি নির্ধারিত তালিকার বাহিরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিদের ব্যাক্তিগত পুকুর ও মাছের ঘেরে মাছের পোনা দেয়ার একাধিক অভিযোগ ও তথ্য রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন বরিশালটাইমসকে জানান, আপনার কোন তদবির থাকলে আমাকে জানান, আমি সেখানে মাছের পোনা পাঠিয়ে দেবো। ২০২২/২০২৩ অর্থ বছরের বাজেট ও প্রজেক্ট এর কাগজ পত্র দেখতে চাইলে তিনি এড়িয়ে যান।
তিনি আরো জানান, আমি ভাই অন্য রকম মানুষ এক সময় অফিসে আসুন সাক্ষাতে আলোচনা হবে। সরকারের নিয়ম-কানুন না মেনে ব্যক্তিগত স্বার্থ হাসিলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন জড়িয়ে পড়েছেন নানা অনিয়মে।
এমনকি প্রধানমন্ত্রীর দেয়ার নির্দেশ উপেক্ষা করে নিজের খেয়াল খুশিমতো অফিস করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রী ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। সবাইকে আরেকটু সতর্ক হতে হবে যাতে বেশি সাশ্রয় করা যায়। সবাই যদি নিজ নিজ অফিসে বিষয়টি ব্যবস্থাপনা করে চলেন, তাহলে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। কিন্তু বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার মত অফিস চালালে বিদ্যুৎ সাশ্রয় করা কতটুকু সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণে আমাদের নির্দিষ্ট তালিকা রয়েছে। যদি কেউ তালিকার বাহিরে মাছের পোনা দিয়ে থাকেন এমন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনামবরিশালের খবর