বরিশালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠীর ব্যাটের আঘাতে আবির রবি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আবির নগরের ফলপট্টি এলাকায় জয় দাসের ছেলে। স্থানীয় আছমত আলী খান ইনস্টিটিউট থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এই স্কুলছাত্রের বাবা বাবা জয় দাস মৃত্যুর বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন- শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরীর ফলপট্টি এলাকায় সহপাঠি মিরাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরে আবির। একপর্যায়ে ফলপট্টি মন্দিরের সামনে পৌঁছালে আবিরকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে মিরাজ।
মিরাজও একই এলাকার বাবুলের ছেলে ও আছমত আলী খান ইনস্টিটিউট থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।
নিহতের পিতার আরও জানিয়েছেন- ওই সময় তাৎক্ষণিক আবিরকে উদ্ধার করে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে হামলাকারী মিরাজের পিতার সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত ডাক্তার।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে মরদেহ নিয়ে আসলে তা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি।’
শিরোনামবরিশালের খবর