বরিশাল: পেশাদার সাংবাদিক হাসিবুল ইসলামকে লাঞ্ছিতকারি অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশ সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বরিশালে সর্বস্তরের সচেতন সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হবে।
তাই আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহণ কামনা করা হলো।
প্রসঙ্গত, বরিশাল থেকে প্রকাশিত প্রথম সকাল পত্রিকার সিটি নিউজ এডিটর ও অনলাইন গণমাধ্যম বাংলামেইলের আঞ্চলিক প্রতিনিধি হাসিবুল ইসলামকে বরিশাল ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিকুল ইসলাম এবং কনস্টেবল রুহুল আমিন নগরীর ফলপট্টি এলাকায় লাঞ্ছিত করেন।
বরিশালের খবর