বরিশালের জাগুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বে-আইনীভাবে কমিটি থেকে অব্যহতি দেওয়ার অভিযোগে সদর উপজেলার আ’লীগের সভাপতিসহ ৩ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই মামলায় বরিশাল জেলা আ’লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ ৩ জনকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।
রোববার বরিশালের সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করে ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন শাখার আ’লীগের সাধারণ সম্পাদক মো. জামাল সরদার। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান মামলাটি পরবর্তী দিন আদেশের জন্য ধার্য্য রাখেন।
এই মামলায় আরও বিবাদীরা হলেন- বরিশাল সদর উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ছবি, সাধারণ সম্পাদক মো. হালিম রেজা মোফাজ্জেল এবং ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের আ’লীগের সহ-সভাপতি মো. দিদারুল ইসলাম আলম শাহীন।
মামলা পরিচালনাকারী আইনজীবী মো. আজাদ রহমান জানান- ২০১৫ সালের ২৯ জুলাই বরিশাল সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন শাখার আ’লীগের কমিটি অনুমোদন করা হয়। সেই কমিটিতে বাদী মো. জামাল সরদারকে আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
জামাল সরদার নির্বাচিত হওয়ার পর তিনি তার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতে ছিলেন। কিন্তু চলতি বছরের ২৩ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিবাদী মো. দিদারুল ইসলাম আলম শাহীন, মো: মনিরুল ইসলাম ছবি এবং মো. হালিম রেজা মোফাজ্জেল তাকে নোটিশ প্রদান করেন।
জামাল সরদার গত ২৭ জুলাই সেই নোটিশের ব্যাখ্যা প্রদান করে বিবাদীদের কাছে। তারা নোটিশের উত্তর পেয়ে বাদীকে তার অভিযোগ থেকে অব্যহতি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে গত ৩১ জুলাই প্রতিপক্ষের কাছ থেকে বিবাদীরা লাভবান হয়ে বাদীকে অবৈধ প্রক্রিয়ায় তার পদ থেকে তাকে অব্যহতি দেন।”
শিরোনামবরিশালের খবর