বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:১২ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০১৬
বরিশাল: নিজ কন্যাসহ নিখোঁজের এক সপ্তাহ পরেও সন্ধান মেলেনি সাবেক নারী ইউপি সদস্যর। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ ইউপি সদস্যের স্বামী থানায় সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার চাঁপাচুপা গ্রামের।
ডায়েরী সূত্রে জানা গেছে, ওই গ্রামের তপন রায়ের স্ত্রী দুই সন্তানের জননী ও রতœপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অর্পনা রায় (২৮) তার দুই বছরের কন্যাকে নিয়ে গত ২০ অক্টোবর নিজ বাড়ি থেকে বারপাইকা গ্রামের বাবার বাড়িতে রওয়ানা হয়ে নিখোঁজ হয়। নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও অর্পনার কোন সন্ধান না পেয়ে অবশেষে থানায় সাধারণ ডায়েরী করা হয়।