বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খানের গাড়ি বহরে ধাওয়া করেছে ছাত্রলীগ। শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে নগরীর কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাকিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ আবুল হোসেনের বহরে থাকা কর্মীদের একটি মোটরসাইকেল রেখে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, শুক্রবার সন্ধ্যার পর কয়েকটি মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের নিয়ে তিনি নগরীর পশ্চিম কাউনিয়ায় মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংক এলাকায় তাদের মোটরসাইকেলের বহর আটকে দেয় ছাত্রলীগের রইজ আহম্মেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী। তারা ধর ধর বলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে তারা বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেল রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ছাত্রলীগ বিএনপি’র সাবেক এমপিকে ধাওয়া কিংবা তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছে রইজ আহম্মেদ মান্না।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এ ধরনের কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।”
শিরোনামOther