বরিশালের উজিরপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আ. ওয়াদুদ সরদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সবার হাত-পা বেঁধে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে চার লাখ টাকা ৫টি মোবাইল সেট এবং ১টি ডিজিটাল ক্যামেরা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবার।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাবেক সাংসদ ওয়াদুদ সরদারের ছেলে খালিদ বিন ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বামরাইল ইউনিয়নে দক্ষিণ মোড়াকাঠি গ্রামের বাড়িতে শনিবার রাত সোয়া ২টার দিকে ঘরের গ্রিল কেটে ৮-১০ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবার হাত পা বেঁধে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার, ও নগদ পৌনে চার লাখ টাকা, ৫টি মোবাইল সেট, ১টি ডিজিটাল ক্যামেরা, ১০টি দামি শাড়ি লুট করে নিয়ে গেছে ।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো ঘটনা রহস্য জনক। এত বড় ঘটনা ঘটলেও পাশের বাড়ির কেউ টের পায়নি। ঘটনার সঙ্গে জড়িত ও রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর