বরিশাল: সাহিত্যের আয়নায় বিকশিত হোক সুন্দর এই চাওয়া নিয়ে বরিশালে শুরু হয়েছে দুই দিনের সাহিত্য সম্মিলন। শুক্রবার বেলা সাড়ে দশটায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, অনিয়ম আর অন্যায় রোধে সাহিত্য বড় হাতিয়ার। জাতির বদলে যাওয়া বা পথ দেখার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। এই বলে শুভ কামনা করে দুই দিনের এই সম্মিলনের সূচনা করেন।
সাহিত্যের সংবাদপত্র সাহিত্য বাজার’র দশম বর্ষ পদার্র্পণ উপলক্ষে এই সম্মিলনে গুনীজন সম্মাননা, সাহিত্য ও মঞ্চকথা পদক ও সেরা লেখকসম্মাননা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ ছাড়াও বরিশাল ও রাজধানীর সাহিত্যিকরা অংশ নেন।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর