১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে সুন্দরবন রক্ষায় সাইকেল মিছিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৭ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০১৬

বরিশাল: বিদ্যুৎ চাই কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়, এই প্রত্যয় নিয়ে বরিশালে সাইকেল মিছিল করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

 
সাইকেল মিছিল উদ্বোধন করেন মহিলা পরিষদের সহ সভাপতি নুরজাহান বেগম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। দুর্যোগের সময় বুক চিতিয়ে আমাদের প্রাণ রক্ষা করে। আমাদের নিজেদের প্রয়োজনেই সুন্দরবনকে ধ্বংস করে নয়, অন্যত্র বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হোক এমন দাবি তিনি করেন সরকারের কাছে।

 
সাইকেল মিছিলের আগে অশ্বিনী কুমার হল চত্বরে পথ নাটক ‘কয়লা রাজার দেশে’ অভিনয় করেন ঢাকার নাট্য দল তীরন্দাজ রেপারেটরী।’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন