১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে সেনাবাহিনীর পোশাকসহ ডাকাত গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০১ অপরাহ্ণ, ০২ মে ২০১৭

বরিশালের মেহেন্দীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের খাকি (পুরাতন) পোশাকসহ কবির সরদার (৩৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ মে) বিকেল ৩টার দিকে মেহেন্দীগঞ্জের কাজীরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কবির সরদার (৩৮) সন্তোষপুর এলাকা কাশেম সরদারের ছেলে।

মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার বরিশালটাইমসকে বলেন, কবির আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, দেশীয় অস্ত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক, পুলিশের খাকি (পুরাতন) পোশাক ও কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।”

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন