বরিশাল: বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিনের অভিযানে ১ লাখ ২৭ হাজার ৭শ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
পাশাপাশি ০৬ জনকে কারাদণ্ড ও ১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। তবে কোনো নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়নি।
মঙ্গলবার রাত থেকে বুধবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত মোট ৬টি ভ্রাম্যমাণ আদালত ও ১৩টি অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, বরিশাল জেলার ১০ উপজেলার সব জায়গায়ই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে আটক ৬ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি এ ধরনের অভিযান নিষেধাজ্ঞা চলাকালীন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর