বরিশালে স্কুলছাত্র সাইদুর রহমান হৃদয়কে কুপিয়ে হত্যার ঘটনার মূলহোতা সাইদ আবেদিন আব্দুল্যাহকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে আটক হওয়া সাইদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেকানিক্যাল বিভাগের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সায়েম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ খান।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বলেন, সাইদকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হৃদয় প্রস্তুত নিচ্ছিল সাইদকে মারার জন্য। তবে কোচিং থেকে আগে বের হওয়ায় তার সঙ্গীদের পৌঁছতে দেরি হয়েছে। ঘটনার সময় হৃদয় সাইদের ওপর হামলা করতে গেলে তার বন্ধুরা মিলে হৃদয়কে মারধর ও ছুরিকাঘাত করে। হৃদয়কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায়। আটক সাঈদ জিজ্ঞাসাবাদে তার ৫ থেকে ৬ সহযোগির নাম বলেছে।
তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। সাঈদ আবেদিন নগরীর বটতলার সানাউল্যাহ মিয়ার ছেলে। এ ঘটনায় নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা মো. সায়েম নামে আরও একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’