বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাথরুমে পা পিছলে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া স্কুল ছাত্রী হলো-শায়লা আক্তার (১৪)।
সে বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও নগরীর কাজীপাড়া এলাকার মো. মাসুম বিল্লার কন্যা।
ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার এএসআই উজ্জল জানান, ক্লাস শেষে ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে যায়। ওই সময় তার পা পিছলে গিয়ে মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেছেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর