১১ িনিট আগের আপডেট বিকাল ১:১৮ ; মঙ্গলবার ; জুন ৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে স্কুল শিক্ষার্থী ও নারীরা যুক্ত হচ্ছে ধূমপানে!

বরিশালটাইমস রিপোর্ট
৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

বরিশালে আশংকাজনক ভাবে স্কুল পড়–য়া শিক্ষার্থী ও নারী ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নগরীর প্রতিটি এলাকায় প্রতিদিনই ধূমপানে যুক্ত হচ্ছে নতুন মুখ। এমনকি সাম্প্রতিক সময়ে নারীদের দোকান থেকে প্রকাশ্যে সিগারেট ক্রয় করতে দেখা যাচ্ছে প্রায়শয়ই। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক ছাত্রীহলে নারী ধূমপায়ীর সংখ্যা বেশী বৃদ্ধি পাচ্ছে। ধূমপান ও তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত সাংবাদিকদের সংগঠন ‘অ্যান্টি ট্যোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) এর আঞ্চলিক সভায় এ সকল তথ্য তুলে ধরেন অংশগ্রহণকারী সাংবাদিকরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সংগঠনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী স্বপন খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সদস্য ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু। সভায় সংগঠনের সিনিয়র সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য হলেও শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যেই সবচেয়ে বেশী সিগারেট বিক্রয় করা হচ্ছে, এখানে প্রতিদিন অন্তত ২০ জন ব্যক্তি প্রকাশ্যে সিগারেট বিক্রি করেন, এটা সকলের জন্য উদ্বেগজনক।

সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী স্বপন খন্দকার গত ১৬ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আত্মার প্রিয়ডিক সভার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণে যে আইন রয়েছে তা অত্যন্ত শক্তিশালী এবং জনবান্ধব, কিন্তু আইনের প্রয়োগ না থাকায় কোথাও তা কার্যকর হচ্ছেনা। এর ফলে সিগারেট কোম্পানিগুলো কৌশলে তাদের লক্ষ্য বাস্তবায়ন করে চলেছে।

সভায় বক্তারা আরো বলেন, নগরীর বিনোদন কেন্দ্র ও জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান করে আইনের লঙ্ঘন করার পাশাপাশি অধূমপায়ীদের বিরক্তিকর অবস্থায় ফেলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ থাকায় কোথাও আইনের কার্যকারিতা নেই।

সভায় আত্মার উদ্যোগে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে লিফলেট তৈরী ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, তামাকজাত পণ্যের ভয়াবহতার ভিডিও ক্লিপ প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে প্রদর্শনী ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে সম্প্রচার করা, নগরীর বিনোদন কেন্দ্র ও জনবহুল স্থানে ধূমপান বিরোধী প্রচারনা ও সভা করে সকলকে সচেতন করা এবং আগামী ৩১ জানুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কার্য্যালয়ে এবং ২৮ জানুয়ারি বরগুনা জেলা প্রশাসক কার্য্যালয়ে সংগঠনের পক্ষ থেকে আইন বাস্তবায়নের বিষয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সিনিয়র সদস্য ও চ্যানেল আই’র বরিশাল বিভাগীয় প্রতিনিধি শাহীনা আজমিন, দৈনিক নয়া দিগন্ত’র বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, দীপ্ত টিভির বরিশাল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েল, দৈনিক যুগান্তরের রিপোর্টার সাইদ পান্থ, দৈনিক বরিশাল সময়ের বার্তা সম্পাদক মনবীর সোহান, দৈনিক সমকন্ঠের সম্পাদক আল আমিন শাহরিয়ার সভায় মতবিনিময় করেন।”

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  অব্যাহত দাবদাহ, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে!  রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন   ২৪ ঘণ্টার মধ্যে রাজের থেকে ডিভোর্স চাইলেন পরীমণি  বরিশালে ওয়ার্ডভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে : ইসি  গরমে ঘুমের মধ্যেই মারা গেল শিশুটি!  রাস্তা বানাতে শতাধিক তাল ও খেজুরগাছ উপড়ে ফেললেন আ’লীগ নেতা  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  বানারীপাড়ায় ২টি কলেজসহ ৯ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের পদ শুণ্য : শিক্ষা কার্যক্রম ব্যহত  চাখারে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪