বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ২১ নভেম্বর ২০১৬
বরিশাল: যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর মামলায় স্বামী হুমায়ুন কবিরকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ কারাদন্ডের রায় ঘোষণা করেণ।
দন্ডপ্রাপ্ত হুমায়ুন কবির নগরীর ভাটিখানার আব্দুল রহিম হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় হুমায়ুন আদালতে অনুপস্থিত ছিল।’
আদালত সূত্র জানায়- ২০০৭ সালের ৯ মার্চ হুমায়ুনের সাথে উজিরপুরের মাহার গ্রামের নুর মো. খলিফার মেয়ে রেশমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে হুমায়ুন।
ঘটনার দিন ২০১১ সালের ২ সেপ্টেম্বর রেশমা টাকা দিতে অপারগতা জানালে হুমায়ুন তাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। পরে ২০১২ সালের ৪ মে হুমায়ুন শ্বশুর বাড়ি গিয়ে পুনরায় যৌতুকের দাবি করে।’
এ ঘটনায় ২০১৫ সালের ১২ এপ্রিল হুমায়ুনসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা করে রেশমা আক্তার। আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল ওই কারাদন্ডের রায় ঘোষণা করেন।’