বরিশালে শাশুড়িকে দাফন করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ জোছনা বেগমের লাশ উদ্ধার হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়ইতলা নদীর বিশ্বাসের হাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে- সকালে লাশটি নদীর তীরে ভাসতে দেখে থানায় খবর দেয় লোকজন। পরবর্তীতে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে শেবাচিম মর্গে প্রেরণ করা হয়।
এর আগে গত শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বাসের হাট ব্রিজ এলাকায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ হয়েছিলেন তিনি। তবে সেসময় তার এক বছর বয়সী শিশু সন্তানসহ বোটের অপর ১১ জন তীরে উঠতে পারেন।
জোছনা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মো. মজনুর স্ত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বরিশাল স্টেশনের কর্মকর্তা মো. হানিফ জোছনার মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানান, জোছনা স্বামী ও সন্তানসহ ঢাকায় থাকতেন। গ্রামের বাড়িতে বসবাসরত শাশুড়ি শুক্রবার মারা যান।
রাত ৯টায় তার জানাজা ও দাফন করার কথা। তাই জোছনা ও তার স্বামী তিন সন্তানসহ শুক্রবার বেলা ১২টায় ঢাকা থেকে রওয়ানা দেন। সন্ধ্যায় তারা বরিশালে এসে স্পিডবোটযোগে দালালপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।
স্পিডবোটটি কড়ই তলা নদীর বিশ্বাসের হাট ব্রিজের কাছাকাছি এলে বিপরীতগামী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোটটি দুই ভাগ হয়ে যায়।
শিরোনামবরিশালের খবর