বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯
নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের পাশ থেকে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে। পুলিশের ধারনা যুবককে কেউ চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করেছে এবং পরবর্তীতে ফেলে রেখে গেছে। যুবকের পরিচয় নিশ্চিত হতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ থেকে ছবি পোস্ট করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- সিঅ্যান্ডবি ১ নম্বর পুল এলাকায় সড়কের পাশে হঠাৎ যুবককে পড়ে থাকতে দেখতে পায় পথচারীরা। স্থানীয় বিষয়টি মুঠোফোনে থানা কোতয়ালি থানাকে অবহিত করলে পুলিশের একটি টিম গিয়ে ট্রাউজার পরিহিত যুবককে উদ্ধার করে। পরে পুলিশ তাকে হেফাজতে রেখে শেবাচিম হাসপাতালের তৃতীয় তলায় ২ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক চেষ্টা সত্বেও পুলিশ যুবকের পরিচয় নিশ্চিত হতে না পেরে তার ছবি ফেসবুকে পেইজে পোস্ট করেছে।
পুলিশের অনুমান কেউ যুবক হয়তো ছিনতাইয়ের কবলে পড়েছে নতুবা তাকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করে জানিয়েছেন- যুবকের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত তার অচেতন হওয়ার কারণ বা পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যে তার পরিচয় নিশ্চিত হতে দেশের সকল থানাগুলো ম্যাসেজ দেওয়া হয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজেও ছবি পোস্ট করে পরিচয় খোঁজা হচ্ছে।’