বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বরিশালটাইমসকে জানান, চট্টগ্রাম থেকে বেপারী পরিবহনের একটি বাস বরিশাল আসছিল। এদিকে, সুগন্ধা নামে অপর একটি বাস বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল।
সকাল সাড়ে ৮টার দিকে মাহিলাড়া বাজার সংলগ্ন মহাসড়কে বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ যাত্রী। দুর্ঘটনার পর বাস দু’টি সড়কের মাঝখানে পড়ে থাকায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। ঘণ্টা দেড়েক পর রেকার দিয়ে বাস সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর