বরিশাল: বরিশাল নগরীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি শিল্পপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে যায়। এতে ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীর দপদপিয়া ব্রীজের ঢালে সোনারগা টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক। এরা দুইজন হলেন- শাজাহান (৩৮) এবং বাস ড্রাইভার মামুন (৪০)।
বাকি আহতরা হলেন- শরিফুল (৪০), মাসুদ (৬০), মামুন (৪০), সোহেল (২৮) মনতাজুর রহমান (৪৫) আব্দুর রহমান (২৮) সাইদুল (৩৫), আবু সাহাব (২৮) মঞ্জু (৫০) এবং আবির হোসেন (৩৮)। দুর্ঘটনায় আহত সকলে বগুড়া জেলার বাসিন্দা। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়- গত বৃহস্পতিবার মেহেদী পরিবহনের একটি বাসাযোগে অন্তত ৫০জন পটুয়াখালির কুয়াকাটায় বনভোজনে যান। সেই বাসটি শনিবার রাতে দপদপিয়া ব্রীজ হয়ে ফিরে যাচ্ছিলো। কিন্তু ব্রীজ থেকে নামা প্রাক্কালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্শ্ববর্তী সোনারগা টেক্সটাইল মিলে দেয়ালে ধাক্কা দেয়।’ এতে দেয়াল ভেঙে বাসটি ভেতরে চলে গেলে অন্তত ২০জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করে।
কিন্তু সেই দুর্ঘটনার কারণে প্রায় আধাঘন্টা সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ গিয়ে বাসটি সরিয়ে ফেলায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’ কোতয়ালি থানার ওসি মো. শাহ্ আওলাদ জানান, খবর পাওয়ার পরপরই তিনি ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শেবাচিমে পাঠান। সেই সাথে যানবাহন যাতে নির্বিঘেœ চলাচল করতে এ কারণে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে ফেলেন।’ শেবাচিমের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন- আহতদের সকলকে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হতে পারে।’
টাইমস স্পেশাল, বরিশালের খবর