৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪০ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০১৬

বরিশাল: বরিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সিএন্ডবি রোড এবং গৌরনদীর ফায়ার স্টেশনের সামনে এ পৃথক দূর্ঘটনা ঘটে।

পৃথক দূর্ঘটনায় নিহত দু’জন হল সাগরদী এলাকার বাসিন্দা বাচ্চু ফরাজী (৪০) এবং খলিলুর রহমান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন সিএন্ডবি রোডে দিনমজুর বাচ্চু ফরাজী তার ঠেলা গাড়ি নিয়ে মাল বোঝাই করে সিএন্ডবি রোডের নথুল্লাবাদ ব্রীজ দিয়ে নামার সময় ঠেলা গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দিনমজুর বাচ্চু ফরাজী। গাড়িটি উল্টে গেলে বাচ্চু ফরাজী রাস্তায় পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।

অপরদিকে গৌরনদীর ফায়ার স্টেশনের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় খলিলুর রহমান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কম্পেøক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।

নিহতর বিষয়টি গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন নিশ্চিত করেছেন ।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন