বরিশালে সড়ক দুর্ঘটনায় মামুন (৩৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের রহমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুন মীর্জাগঞ্জ এলাকার বাসিন্দা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বরিশালটাইমসকে জানান, মোটরসাইকেল চালক মামুন এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।’
শিরোনামবরিশালের খবর