বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। শনিবার (০৯ ডিসেম্বর) ওই ওয়ার্ডের ৫ নম্বর মূল সড়কের জামাই বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ১৫টি সড়কের মূল সড়ক ৫ নম্বর সড়কটির বেহালদশা থাকলেও তা সংস্কারে কোনো অগ্রগতি নেই।
সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, বৈদ্যুতিক বিলসহ সকল প্রকার ট্যাক্স পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা।
প্রতি বছর ট্যাক্সের পরিমান বৃদ্ধি পেলেও গুচ্ছগ্রামবাসীর উন্নয়নে কোনো পদক্ষেপ মিলছে না।
বরিশালের খবর