বরিশালে হত্যা মামলায় বিএনপির ৫৪ নেতাকর্মী খালাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে ট্রাকে পেট্রলবোমা মেরে হেলপার হত্যা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।
রোববার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ কৌঁসুলি লস্কর নুরুল হক জানান, মামলার সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য না দেওয়ায় প্রমাণের অভাবে আসামিরা খালাস পেয়েছেন।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন খান জানান, মামলার আসামিরা সবাই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। রায়ে সবাই খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ বলেন, ২০১৫ সালের ১৮ জানুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।
এতে ট্রাকে ঘুমন্ত অবস্থায় হেলপার সোহাগ দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা করে পুলিশ। মামলায় ৫৭ জনকে আসামি করা হয়। উজিরপুর মডেল থানার তৎকালীন ওসি নুরুল ইসলাম মামলার ৫৪ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
বরিশালের খবর, বিভাগের খবর