নিজের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। নাম দেয়া হয়েছে রওশন এরশাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটি ময়মনসিংহ শহরে স্থাপন করা হবে। এ ছাড়াও এ্যাপোলো ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব ট্রাস্ট নামে আরো দুটি বেসরকারি ইউনিভার্সিটি অনুমোদন দিতে যাচ্ছে সরকার।
এই তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হবে যথাক্রমে- চাদঁপর ও বরিশালে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৯৭টি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত পত্র গত সপ্তাহে শিক্ষামন্ত্রণালয়ে এসেছে। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে শিক্ষামন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নিজের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এটি ময়মনসিংহ শহরে স্থাপন করা হবে। এ্যাপোলো ইউনিভার্সিটি হবে চাঁদপুর শহরে। এর উদ্যোক্তা চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সামসুল হক ভূঁইয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আবেদনে তাকে বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা হিসেবে দেখানো হয়েছে। আর ইউনিভার্সিটি অব ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী মো. শফিকুল আলম। তবে বরিশালের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস অনুমোদনের নেপথ্যে ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। এটি বরিশাল নগরীর নবগ্রাম রোডের এমকো ভবনে স্থাপন করা হবে।
এর আগে গত জুলাই মাসে আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছিল। এগুলো হলো- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম হবে টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস। এটি স্থাপিত হবে বুড়িগঙ্গানদীর ওপারে কেরানীগঞ্জে। আরেকটি ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। এটি স্থাপিত হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। তবে এই বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসেন খানও রয়েছেন বলে জানা গেছে।
তৃতীয়টির নাম রূপায়ণ একেএম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়। এটির উদ্যোক্তা হিসেবে লিয়াকত আলী খানের নাম রয়েছে। এ বিশ্ববিদ্যালয়টি হবে নারায়ণগঞ্জে। এর আগে দুই দফায় আরো সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন প্রক্রিয়া চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, শিক্ষার্থীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর