বরিশালে হাতেম আলী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের সরকারী সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। সংঘাতে লিপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের লাইব্রেরির বঙ্গবন্ধু কর্নারে ছাত্রলীগ কর্মী অনিককে মারধর করে প্রতিপক্ষ ছাত্রলীগের ফয়সাল বারী রনির অনুসারীরা।
পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে অনিকের সহপাঠীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। এতে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. মুস্তফা কামাল বরিশালটাইমসকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তারা কাউকে পাননি। কারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলো তাদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।
বরিশালের খবর, বিভাগের খবর