১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

বরিশালে হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৩ আগস্ট ছাত্রলীগ ক্যাডার সৌরভ ও ইমরানের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে।

সে সময় আমরা এর কোন বিচার পাইনি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

মানববন্ধনে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

92 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন