বরিশালে হামলা-নির্যাতনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিরপুরসহ সারাদেশে বিএনপির সমাবেশে আইনশৃংখলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে রোববার বেলা ১১টায় উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। আসাদুজ্জামান মুক্তার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সদস্য আ. ছত্তার খান, আব্দুল গফফার তালুকদার ও জহির সাজ্জাদ হান্নান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিকলু, বরিশাল সদর উপজেলা ছাত্রদল সহসভাপতি সবুজ আকন প্রমুখ।
বরিশালের খবর, বিভাগের খবর