বরিশালে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বগুড়া রোড ও হাসপাতাল রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
এ সময় বিভাগী স্বাস্থ্য পরিবচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান ও সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বগুড়া রোডের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে ৭ হাজার টাকা , নবায়নকৃত লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের হেলথ্ হেভেন ডায়াগনস্টিক সেন্টার থেকে ৮ হাজার এবং একই অপরাধে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অন্যান্যদের সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহিন খান।
বরিশালের খবর, বিভাগের খবর