বরিশাল: বরিশালে কালাবদর ও লাহারহাট নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ এবং আটক ৪ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ১ জনতে পনের মাসের কারাদন্ড অপর ৩ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খানের ভ্রাম্যমান আদালত এই দন্ড দেন।
নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, নৌপুলিশ ও মৎস্যঅধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার কালাবদর ও লাহারহাট নদী থেকে ১৫ মণ জাটকাসহ ৪ জেলেকে আটক করেন।
এসময় ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটক জেলেদের সদর উপজেলা ভূমি অফিসারের কাছে আনা হলে একজনকে ১৫ মাসের কারাদন্ড, ২ জনকে ১০ হাজার এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা এতিম খানা ও দুস্থদের দেয়া হয়েছে বরে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর