বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:২৬ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০১৭
বরিশাল মেট্রোপলিট বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে রামপট্টি গ্রাম থেকে আটক করা হয়।
আটকরা হলেন- পটুয়াখালির গলাচিপা থানাধীন বোয়ালিয়া গ্রামের হরলাল শিকারীর ছেলে তপন শিকারী (৩০) এবং রাজধানীর গোলাপবাগ এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. মোখলেছুর রহমান (২৫)।’’
বরিশাল র্যাবের ডিএডি হাসান বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তপন শিকারীকে তল্লাশি করে ১হাজার পিস এবং মোখলেছুর রহমানের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’
তাছাড়া আসামিরা স্বীকার করেছে তারা দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।”