বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৫৮ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৬
নিষেধাজ্ঞার পঞ্চম দিন রবিবার বরিশাল বিভাগে ১৯ জেলেকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৫ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় আর ১ লাখ ৫৯ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এসময় উদ্ধার করা হয়েছে ৩’শ ৭৭ কেজি ইলিশ মাছ। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে রবিবা সকাল থেকে সন্ধ্যা অবধি ১৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
৫৩ টি মোবাইল কোর্ট, ৮৫ টি অভিযান এবং ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।