আগামীকাল সোমবার বরিশালের প্রায় ২০ হাজার মানুষ কোরবানির ঈদ উদযাপন করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে জাহাঙ্গীরিয়া, কাদেরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারীরা ঈদ উদযাপন করবেন।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় বরিশাল নগরীর টিয়াখালীতে ঈদের জামাতের পর তারা কোরবানির পশু জবাই করবেন। এছাড়া জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গির সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি, কেদারপুর গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বিভাগের পটুয়াখালী,ঝালকাঠী,ভোলা ও বরগুনা জেলায় সোমবার ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, সোমবার সৌদি আরবে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাও ঈদ উল-আযাহার নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।
খবর বিজ্ঞপ্তি