বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৫১ অপরাহ্ণ, ২৪ এপ্রিল ২০১৬
বরিশাল: বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এসময় উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় তিন অবৈধ দখলদারকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বেলা আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বজলু হাওলাদার (৪০), মো. মিলন মিরা (৩৭) এবং টুটুল হাওলাদার (৩৫)।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিয়ে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত করে দেয়ার জন্য সতর্ক করে। কিন্তু দুপুর পর্যন্ত দখলদাররা জেলা প্রশাসনের নির্দেশ কার্যকর না করায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় তিন অবৈধ দখলদারকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’