বরিশাল: ৩৭৬৮টি মামলায় আইনি সহায়তা করেছে লিগ্যাল এইড। জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আয়োজিত ‘‘সরকারি আইনি সহায়তায় বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির ভূমিকা’’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।
শনিবার জেলা জজ আদালতের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির সিনিয়র জেলা ও দায়রা এবং চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মালিক আবদুল্লাহ আল-আমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মো. মাহবুবার রহমান সরকার এবং মো. সোহেল আহমেদ।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজনে এবং ইউএনডিপি-জাস্টিস সেক্টর ফ্যাসিলেটি প্রকল্পের সহযোগিতায় সেমিনার এর শুরুতে সরকারি আইন সহায়তা কার্যক্রম শীর্ষক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর বরিশাল জেলায় নিজেদের তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. আজিজুর রহমান। এরপর জেলা লিগ্যাল এইড অফিসের ওয়েবসাইট িি.িনধুষধড়.পড়স এর উদ্বোধন করেন প্রধান অতিথি মালিক আবদুল্লাহ আল-আমিন।
সেমিনার এর সমাপনী বক্তৃতায় জেলা লিগ্যাল এইড কমিটি সিনিয়র জেলা ও দায়রা এবং চেয়ারম্যান মো: আনোয়ারুল হক বলেন, ‘‘১৯৯৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩৭৬৮টি মামলায় বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা করা হয়েছে।
এছাড়াও ১১৮টি অভিযোগ এর মধ্যে ১১০টি অভিযোগ বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে।’’ তিনি লিগ্যাল এইড অফিসের নতুন ওয়েবসাইট এর মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম আরো বেগবান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
টাইমস স্পেশাল, বরিশালের খবর