বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আলমগীর তালুকদার (৪৫) নামে এক মাদক বিক্রেতা আটক হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে তাকে বরিশাল শহরের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকা থেকে আটক করা হয়।
আটক আলমগীর তালুকদার ওই এলাকার মৃত মোজাহার তালুকদারের ছেলে।
বরিশাল র্যাব সদর দপ্তর থেকে প্রেরিত ইমেল বার্তায় বলা হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর তালুকদারকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় র্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
শিরোনামবরিশালের খবর