১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৮ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০১৬

বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৫০৪ পিস ইয়াবাসহ মাদক মা ও ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার (০৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হোটেল মেট্রোপলিটন আবাসিকের পিছন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর থানার দক্ষিণপূর্ব কানুদাসকাঠি গ্রামের মৃত ফারুক খানের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) এবং ছেলে আলামিন খান (২৬)।

সন্ধ্যায় র‌্যাবের বরিশাল র‌্যাবের সদর দপ্তর থেকে প্রেরিত ইমেল বার্তায় এ তথ্য জানানো হয়।’

সেই পত্রে র‌্যাব জানায়- গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেই সময় তাদের কাছ থেকে ৫০৪পিস ইয়াবা উদ্ধার করা।

অভিযোগ রয়েছে- মা ও ছেলে ইয়াবা বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় র‌্যাব।’

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন