বরিশালে নগরীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বোতল ফেন্সিডিলসহ জাকিয়া বেগম (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ওই নারীর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৫৫০ বোতল ফেন্সিডিল।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) আশীষ পাল এর নেতৃত্বাধীন টিম এই অভিযান পরিচালনা করেন।
আটক জাকিয়া বেগম কাশিপুর চৌহতপুর এলাকার বাসিন্দা বাবু’র স্ত্রী।
গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আশীষ পাল বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌহতপুরে মিয়াজি বাড়ি মসজিদ সংলগ্ন মুজাম্মেলের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ঘরে তল্লাশি করে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
শিরোনামবরিশালের খবর