বরিশাল: বরিশালে প্রায় ৫ কোটি টাকা কর প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতদিন ব্যাপী আয়কর মেলা। গত মঙ্গলবার “সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই” স্লোগান নিয়ে এ মেলা শুরু হয়েছিলো।
সোমবার সন্ধ্যা পযর্ন্ত এ মেলা চলেছে। মেলার শেষ দিনে নগরীর অশ্বিনী কুমার হলে আয়করদাতদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে।
মেলা সূত্র জানায়- সোমবার বিকেল ৪টা পযর্ন্ত সাতদিনের এমেলায় প্রায় ৭ হাজার ব্যক্তি তাদের আয়কর প্রদান করেছে। এছাড়া ব্যাক্তি প্রতিষ্ঠান মিলে ১ হাজার জন নতুন করদাতা হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন।
মেলায় আয়কর বিভাগের বিভিন্ন স্টল চারটি ব্যাংকের বুথসহ ২০টি স্টল ছিলো।
বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসান বলেন, আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতা আগের চেয়ে অনেক সচেতন। এর প্রমান এ মেলা। সম্মানিত করতাদারা স্ব-উদ্যোগে মেলা স্থানে এসে আয়কর প্রদান করেছে।
তিনি আরো জানান, মেলায় সর্ম্পনূরূপের অনলাইনের মাধ্যমে আয়কর প্রদান করায় ঝামেলা কম হয় বলে কর প্রদান ও নতুন আয়করদাতা তালিকাভুক্ত হতে আগ্রহী হয়েরেছ।মেলা শেষে আয়কর প্রদানের পরিমান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
এদিকে বিকেলে কর মেলার সমাপনী অনুষ্ঠানে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা কমিশনারেট এক্সাইজ ও ভ্যাট, কাস্টমস’র কমিশনার কে এম অহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের বরিশাল জিএম অফিসের জিএম শেখ শাহ্ আলী মোছাদ্দেক, বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুজ্জামান এবং খুলনা কমিশনারেট এক্সাইজ ও ভ্যাট ও কাস্টমস’র যুগ্ম কমিশনার কাজী ফরিদউদ্দিন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর