বরিশালে ৫ দিনে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেলেন আবেদনকারীরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদেশগামী, চাকরিপ্রার্থীসহ সবাই যাতে হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন, সে জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে চালু করা হয়েছে ‘ওয়ান–স্টপ পুলিশ ক্লিয়ারেন্স’ সার্ভিস।
গত ৩১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন কমিশনারের কার্যালয়ে এ সেবার উদ্বোধন করা হয়। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা জানা গেছে, পুলিশ কমিশনার যে কথা দিয়েছিলেন, তা রেখেছেন।
এক সপ্তাহের মধ্যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এর আগেই অধিকাংশ ব্যক্তি তা পেয়ে যাচ্ছেন।
বরিশালের খবর, বিভাগের খবর