বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২০
বুধবার (৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
১৯২৩ সালে নারীদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৬১ সালে এ বিদ্যালয়ের সরকারিকরণ হয়। কালের সাক্ষী এ বিদ্যালয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন প্রথম সচিবালয় প্রতিষ্ঠা হয় এ বিদ্যালয়েই।
ঐতিহ্যবাহি ও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ের খ্যাতি অর্জনকারী এ বিদ্যালয়ে জীবনানন্দ দাশের পিসি স্নেহলতা দাশ গুপ্তসহ অনেক গুণীরা শিক্ষকতা করেছেন। এখানে শিক্ষা জীবন পার করেছেন অনেক মহিয়সী নারী।