১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ৭ প্রতারকের বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৭ পূর্বাহ্ণ, ০৪ অক্টোবর ২০১৬

বরিশাল: প্রতারণার মাধ্যমে সদস্যদের অর্থ আত্মসাত করার অভিযোগে বরিশাল ক্রেডিট ইউনিয়নের সভাপতি দানিয়েল বিশ্বাসসহ ওই প্রতিষ্ঠানে ৭ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার সিনিয়ার স্পোশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল ক্রেডিট ইউনিয়নের সদস্য জেমস প্রদীপ গোমেজ। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার আদেশ দেন। অন্য অভিযুক্তরা হলেন, বরিশাল ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি আলফ্রেড সরকার, সম্পাদক ইউলিয়াম চন্দন দাস, কোষাধ্যক্ষ সাইমন স্বপন রায়, কর্মচারী আলবার্ট স্বপন সরকার, ডোলাল্ড দাস ও যোসেফ বিশ্বাস।

 

এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১২ নভেম্বর বরিশাল ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পরিষদের  পক্ষে সম্পত্তি ক্রয় করার জন্য অভিযুক্ত সহ-সভাপতি আলফ্রেড সরকার ৫ শতাংশ জমি ১ কোটি ৫০ লাখ টাকায় জমির মূল্য উলে¬খ করে একটি দলিল রেজিষ্ট্রি করে। কিন্তু উক্ত জমি ৩ জন ছাতার কাছ থেকে তিনি ১ কোটি ২৫ লাখ টাকা ক্রয় করে বাদী ২৫ লাখ টাকা অন্য অভিযুক্তদের সহায়তায় আত্মসাত করে। এছাড়া ওই দিনই ক্রেডিট ইউনিয়নের একটি দোতলা দালান বিক্রি করে অভিযুক্ত আলফ্রেড সরকার। অণ্যো অভিযুক্তদের সহায়তায় তার নিজেদের মধ্যে ২০ লাখ টাকা ভাগাভাগি করে নেয়।

 

এবং গত ৬ জানুয়ারি অভিযুক্ত আলফ্রেড সরকার সাড়ে ৪ শতাংশ জমি ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ক্রয় করে কিন্তু তিনি সেই জমি কেনার ভাউসার দেখায় ১ কোটি ১৭ লাখ টাকা। অভিযুক্তরা বিভিন্ন সময় বরিশাল ক্রেডিট ইউনিয়ন থেকে প্রতারনার মাধ্যমে ভূয়া ভাউসার বানিয়ে ৭০ লাখ টাকা আত্মসাত করে। এ ঘটনায় আদালতে অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন