বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:০৩ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০১৬
বরিশাল: বরিশাল খাদ্য অধিদপ্তরের প্রায় ৮২ লাখ টাকার নিলাম টেন্ডার নিয়ে মহানগর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃস্টি হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার বক্সের উপর বসে কোন ঠিকাদারকে সিডিউল জমা দিতে দেয়নি। এমনকি সিডিউল জমাদানে বাধাঁ দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার দুপুর পৌনে এক টায় জেলা খাদ্য অফিসের ২য় তলায় এ ঘটনা ঘটে। তবে এ টেন্ডারে আইনশৃংখলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। জেলা খাদ্য অধিদপ্তরের প্রধান সহকারী মো: আনোয়ার হোসেন জানান, ত্রিশ গোডাইনের ১৩টি গোডাউন, আরসিসি রাস্তা ও মাস্টার ড্রেন নিলামের জন্য গত ২১ সেপ্টেম্বর টেন্ডার আহ্বান করা হয়। ৮১ লাখ ৭০ হাজার ৮৬৫ টাকার এ টেন্ডারের বিপরিতে ৩১ টি সিডিউল বিক্রি হয়। বৃহস্পতিবার ছিল সিডিউল জমাদানের শেষ দিন। টেন্ডার বক্স খুলে ৫টি সিডিউল পাওয়া গেছে। টেন্ডার নিয়ে কোন সমস্য হয়েছে কিনা তা তার জানা নেই।
সরকারী বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুন জানান, তিনি সিডিউল জমা দিতে গিয়েছিলেন। কোন কাজ বাগিয়ে নেননি। তার তিনটি সিডিউল ছিল যা তিনি জমা দিয়েছেন। তবে তিনি অভিযোগ করে বলেন, তার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম কাজ বাগিয়ে নিয়েছেন।
সরকারী বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মাসুম জানান, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন তার দলবল কথিত কমিটির সাংগঠনিক সম্পাদক কানন, বরিশাল কলেজ সভাপতি মামুন, কাজী মিলন, বাপ্পিকে দিয়ে কাজ গুছ(বাগাতে) করতে নামে। মুলত এ কাজটি ৭ পার্সেন্টে খুলনার একটি পার্টিকে পাইয়ে দিতে মাঠে নামে তারা।
মাসুম বলেন, তিনিসহ তার লোকজন সিডিউল জমা দিতে গেলে তাতে বাধাঁ দেয় কিছু লোক। পরে বাধাঁ উপেক্ষা করে তারা সিডিউল জমা দেন। এতে ধাক্কা ধাক্কির ঘটনাও ঘটে।
এব্যাপারে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন জানান, তিনি এ টেন্ডারের সাথে জরিত নন। জানেনও না।